
অপেক্ষার মৌন ঈশ্বর
-রাজীব কুমার দাস
♦♦♦♦♦♦♦♦♦
অভিমানে মিশে আলোটা এসেছিল আঙিনায়
জানালায় হেলে পড়ে জেগে আছে দুষ্ট দুপুর,
বইয়ের পাতায় ঝরে পড়ে কিছু অচেনা দীর্ঘশ্বাস
অর্নিবান অপেক্ষায় ছিল হৃদয়ের যুক্তিহীন আবেগ।
বুকের ভিতর বাজে এক অলৌকিক সুর
যার প্রতিটি স্পন্দনে ছিল তোমার নাম,
তোমার নামে মোহিত হাওয়া ছুঁয়েছিল চুপিচুপি
শুকনো পাতার মরমরে মেতেছিল স্তব্ধ বিবেক।
চায়ের কাপে ঘূর্ণি তুলে জাগে অভিমানী মন
খোলা বাতায়নে বসে ছিল—এক চিলতে আশা,
তোমার নামে অনুরণন খেলে নিঃশব্দে ছিল প্রেম
ক্লান্ত দুপুরের রোদ যেন —এক অপেক্ষার কবিতা।
এক নিঃশব্দ চিঠি—পাঠানো হয়নি কখনো
এক পশলা বৃষ্টি আসবে বলে রেখেছিল প্রতীক্ষায়,
ক্লান্ত দুপুর মানে এক নিঃশব্দ অথচ অগ্নিময় প্রেম
অপেক্ষার অন্তরালে জন্ম নেয়া কিছু অনুভব ছিল নশ্বর।
ক্লান্ত দুপুরেরা আর বিশ্রাম চায় না
তোমার পথ চেয়ে অলস হয় পেন্ডুলাম
এই দুপুর জানে, দূরত্ব যেন নতুন এক প্রেমের উপাখ্যান
তবু জেগে ওঠা অনুভবে ফোঁটে ভালোবাসা নামের মৌন ঈশ্বর।
♦♦♦♦♦♦♦♦♦