মানবতার বন্ধু ‘কবিতার পাতা’

-আবুল হাসমত আলী

∞∞∞∞∞∞∞∞∞∞

আকাশ জুড়ে সৌর কিরণ

হচ্ছে বিচ্ছুরিত,

অনুভবে বুঝি আমি

তোমার খ্যাতি কত।

তোমার দ্বারা ধরার বুকে

সবুজের আবির্ভাব,

তুমি ছাড়া প্রাণী জগত

হয়ে যাবে নিষ্প্রভ।

কিন্তু আমি ভুলে ছিলাম

ঘরের কোণে বসে,

তোমার প্রভাব কতখানি

এই বিচিত্র দেশে।

কিন্তু হঠাৎ গরাদ বেয়ে

তোমার আলো পশি,

স্মৃতিশক্তি ফিরে পেয়ে

আমি ধরি মশি।

লিখে ফেলি কিছু কথা

হৃদয়ে যা বলে,

যে সব কথা ভোলা যায় না

থাকে অন্তরালে।

তোমার দ্বারা মানবজগৎ

হল উপকৃত,

তুমি তাইতো মোদের কাছে

এক উজ্জ্বল নক্ষত্র।

সংকীর্ণতার ঊর্ধ্বে দেখি

দু চোখ ভরা আকাশ,

সেথায় দেখি তোমার বিজয়

তোমার পূর্ণ বিকাশ।

সেই কবিতার পাতা তুমি

মানবতার বন্ধু,

তোমার প্রেমের জলরাশি

ভরায় নদী সিন্ধু।

সেই নদীটির জলধারা

বইবে অনন্তকাল,

হীনমন্যতা নস্যাৎ হবে

পান করে তোমার জল।

∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি:

আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*