ফসলের ঘর সংসার

-স্বপন গায়েন

⇔⇔⇔⇔⇔⇔

আলোকসজ্জা নেই –

নেই কোনো উৎসবের অঙ্গীকার

শুধুই জোয়াল টেনে যাওয়া

বেঁচে থাকার অধিকার নেই একটুও …

তবুও বেঁচে থাকে মানুষ –

বন্ধ্যা মাটির নিচে ফসলের ঘর সংসার

সেখানে পাবে সুখের জ্যোৎস্না

মাথা নীচু করবে না মানুষ।

বন্ধ্যা মাটি থেকে তুলে আনবে ফসল

এই অঙ্গীকার উৎসব হয় –

জ্যোৎস্নার রঙ ধুয়ে ধুয়ে তৈরি হয় রামধনু

মানুষের অশ্রু কখন যেন হাসিতে পরিণত হয়।

⇔⇔⇔⇔⇔⇔

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*