
রূপার চাঁদ
-কাজী সেলিনা মমতাজ শেলী
♦♦♦♦♦♦♦♦♦
রূপার চাঁদ, তুমি আজ কোন আকাশের সুখ বিজনে,
কেমন করে আকাশে নীল উড়ে যায় ওই যে উজানে।
তুমি শ্যামলও নীল কেনো বসে আছ গগনে আনমনে,
ও আকাশ নির্জনে বসে আছ একা একা বিদায় ক্ষণে।
রূপার চাঁদ
আকাশে কুঞ্জ কুঠিরে যেন তারার ফুল ফুটতে চাইছে,
রূপার চাঁদ আসবে বলে পথের মাঝে বাতাস থেমেছে।
আকাশের আলো আঁধারে নীরব চাঁদের এ বীণা দেখ,
আকাশে মেঘের ছায়াতে চাঁদ তুমি ভালোবাসা আঁকো
রূপার চাঁদ
আকাশও যেন চিরদিনই চাঁদের ভালোবাসার ছায়াতে,
আকাশের তারা শয়নে, বেজেছিল সুর ভালোবাসাতে।
নীল আকাশ ভুবনে, আবার এসো ফিরে রূপার চাঁদ,
নীরব বর্ষা নিঝুম বাতাস কি সুন্দর সেই রূপার রাত
♦♦♦♦♦♦♦♦♦
নাম: কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম + পোস্ট: কপিলমুনি বাজার
থানা: পাইকগাছা
জেলা: খুলনা বাংলাদেশ