কমরেড

-মিশু মজুমদার

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃

ফ্যাসিবাদের আরেক নাম প্রত্যাবর্তন

নতুন দিগন্ত ঈশ্বরের শরণার্থী-

অথচ ঈশ্বর বহুদিন আত্মগোপনে!

ধর্মের কাঠগড়ায় কড়া নাড়ছে যমদূত

হতাশা, হাহাকারের প্রতিধ্বনি।

-অপরাধ!                                    

-আর্তচিৎকার!

-প্রতিবাদ!

মৃত্যুর মিছিলে হোলি খেলছে জনতা

নতুন প্রজন্মের মুখে জয়ধ্বনী-

অথচ বাস্তবতায় লুণ্ঠিত ইতিহাস!

নিরব দর্শক কিংবা সময়ের সাক্ষী

আগুনে পোড়া কংক্রিটের স্তম্ভ।

-নৈরাজ্য!

-নির্লজ্জ!

-অকৃতজ্ঞ!

পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ হবে-

বিধ্বংসী রাষ্ট্রের বিকৃত নাম,বিকৃত ইতিহাস!

কমরেডের গোপন ডায়রী-

বিপ্লবের নতুন চেতনা।

⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃⊂⊃
নামঃ মিশু মজুমদার

গ্রামঃ চর জাঙ্গালিয়া

পোস্টঃ হাজিরহাট

থানাঃ কমলনগর

জেলাঃ লক্ষীপুর (বাংলাদেশ)

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*