
আমি ও আমার স্বপ্ন
-সুবল বসু
∞∞∞∞∞∞∞∞
স্বপ্ন আমাকে হারিয়ে দিয়েছে বারবার
জিততে দেয়নি কখনো।
তবুও আমি স্বপ্ন নিয়েই আছি
হারতে হারতে স্বপ্নতেই হারিয়ে গেছি।
স্বপ্ন আমাকে জিততে দেয়নি কখনো
হারিয়ে দিয়েছে বারবার।
তবুও আমি স্বপ্নকেই ভালবাসি
হারতে হারতে বাঁচতে শিখে গেছি।
স্বপ্ন আমাকে হারিয়ে আনন্দ পেয়েছে
আনন্দ পেতে দেয়নি কখনো ,
তবুও আমি নিরানন্দ নিয়েই আছি
নীড়ে আনন্দ চৌকিতে লক্ষ্মী চরণ আঁকি।
∞∞∞∞∞∞∞∞
নাম — সুবল বসু
ঠিকানা –৪১, শরৎ চ্যাটার্জী রোড,
হাওড়া — ৭১১১০৪
শিক্ষা — সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতক।
(যাদবপুর বিশ্ববিদ্যালয়)
নেশা — বাংলা সাহিত্যে কিছু লেখার চেষ্টা করা
এবং ছবি আঁকা।