
ভারি বৃষ্টি
-মীনা কুণ্ডু
⇔⇔⇔⇔⇔⇔
ভারি অনাসৃষ্টি
আহা রে বৃষ্টি
বঙ্গে এলো বর্ষা রানী
রূপের বাহার কত জানি
গ্ৰামে গঞ্জে জলে ভরে মাঠঘাট
বসেনি আজ পদ্মাপাড়ের হাট
আষাঢ় শ্রাবণ মেঘের ঘনঘটা
ধরায় ক্রমাগত বৃষ্টির ছটা ।
ঘনঘন পথ বদলায় মেঘের দল
আকাশের বুকে সাদা মেঘের জল
অঝরে ঝরছে বৃষ্টিধারা ভরা শ্রাবণে
হুহুসনে এলোমেলো বাতাস এপার্বণে।
পুকুরের জলে ডাহুক ডাহুকীর দল
সবুজ পাতার ফাঁকে শাপলার দলবল
রাস্তায় জল থৈ থৈ হাঁটু জলে নৌকা চলে
একি অনাসৃষ্টি মানুষ ভাসে চোখের জলে ।
ভারি বৃষ্টিতে ভেঙেছে মাটির ঘর বাড়ি
কাঁদা মাখা রাস্তায় চলে দুচাকা গরু গাড়ি
কচি ধানের চারা আপনহারা সুখের সন্ধানে
চাষিরা নতুন ধান রোপনের অনুসন্ধানে।
⇔⇔⇔⇔⇔⇔
পরিচিতি —-
আমি মীনা কুণ্ডু। উত্তরপাড়ার হুগলি জেলার বাসিন্দা। কবিতা, গল্প ,লিখতে পড়তে ভালো লাগে তাই লেখার চেষ্টা করি।।