
শ্রাবণের দুপুরে
-কামরুন নাহার বিশ্বাস
⇔⇔⇔⇔⇔⇔
কাঠ ফাটা এই দুপুরে
শ্যামলা মেয়ে জলকে গেছে পুকুরে।
তার মাথায় লম্বা চুল,
খোপায় পরেছে ভাট ফুল।
ছুটে ছুটে যায়রে লাজুক কন্যা
অংগে তাহার সোনার রূপের বণ্যা।
কাঙ্খের কলসের ভারে চলে দুলিয়া,
যেন নিলম্ভরী তাই বুঝি পরে হেলিয়া।
ঝিলের জলে নিঝুম পরির আয়না
দেখলে তারে চোখ ফেরানো যায়না ।
শ্যামলা মেয়ে নুপুর পায়ে বুনো পথে যায়
লাজে রাঙা লজ্জাবতী তাকে ছুঁতে চায়।
শাল-পিয়ালের বনের ধারে তালপুকুরের জলে
ঢেউয়ের তালে কাজল দিঘির পদ্ম কলি দোলে।
পদ্মাবতী বলে ডাকি জলে ভেসে যাই যে
লাজুক কন্যা বলে চুপি সময় আর নাই রে।
সিক্ত বসন অংগে কন্যা ফোটা কদম ফুল
বউ কথা কও পাখি দেখে হয় রে আকুল।
সোনার মেয়ের মুখের হাসি যেন মুক্তা ঝরে
শ্রাবণের দুপুরে গাল দুটি তার ডালিম ফেটে পড়ে।
⇔⇔⇔⇔⇔⇔