
শ্রাবণের জল নূপুর
-বিজয়া মিশ্র
♥♥♥♥♥♥♥♥
বৃষ্টি এসেছে এবার দরাজ সুরে
তান তুলছে রিমঝিম ঝরঝর,
গরম খিঁচুড়ি গল্পের অবতারনায়
উপভোগ্য সে অনিমেষ সুন্দর।
আষাঢ়ও গিয়েছে বৃষ্টির আলোছায়ায়
বাদ দেয়নি সে বানভাসী আয়োজন,
কোথাও গুঁড়ির ঢোঙায় মানুষ মনুষ্যেতর
প্রাণের আর্তি মিলেছে অনুক্ষণ।
শ্রাবণ তোমার এবার পদক্ষেপে
ডুব সাঁতারে নতুন আমন চারা
প্রাণপণে যে চাইছে আলো বাতাস,
যার পরিচয় এখন ছন্নছাড়া।
শ্রাবণের গতি মুষলধারে ঝরুক
শ্রাবণের গান সৃষ্টিতে ঘর বাঁধার,
শ্রাবণ যদি প্লাবন হয়ে আসে
কচি ধানক্ষেত হেসে উঠবেনা আর।
আজ শ্রাবণের সারটিদিনের মেঘে
সিঁদুরে মেঘ যদিবা লুকিয়ে থাকে ,
তবুও জেনো সব ভালো শেষবেলায়
সূয্যির আভা লুকিয়ে মেঘের ফাঁকে।
♥♥♥♥♥♥♥♥
কবি পরিচিতি
বিজয়া মিশ্র পাহাড়ীর জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। নিত্য দারিদ্র, আশেপাশের কিছু মানুষের প্রাত্যহিক বিরূপ মনোভাব,কোনঠাসা করার প্রয়াস মিথ্যে করে বড় হয়ে ওঠা।একমুঠো ভাত জোগাড়ে আশৈশব লড়াই চিন্তা চেতনাকে পুষ্ট করেছে। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই কবির কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।