আত্মার আত্মীয়

-রীনা

∞∞∞∞∞∞∞

অনেকটা সময়

একসাথে না হয়

মৃদু আলাপনে ছিলাম মগ্ন

ছিল না সেখানে কোন রক্তের বাঁধন

ছিল যেন আত্মার অদৃশ্য টান।

কিছু সম্পর্কের নাম না থাকলেও

অবচেতনে হয়ে যায় কেউ আত্মার আত্মীয়।

রক্তের সম্পর্ক যেখানে ফিকে হয়ে যায়,

তখন কিছু বিবেকবান মানুষ

হৃদয়ে বসত গড়ে নেয়।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি,,,,,,

আমার এতো ছোট একটা নাম এতদিনে পাঠকদের মুখস্ত হয়ে গেছে । আমি আমার রবের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হতে চাই। আমার মেধা ও মননশীল তার মাধ্যমে সৃজনশীল কর্ম করে যেতে চাই। কবিতার পাতার মাধ্যমে না বলা কথা বলে যেতে চাই। ভালো থাকুন সবাই এই শুভকামনায়।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*