
কোন অজানার অচিন দেশে
-পুষ্পিকা সমাদ্দার
∼∼∼∼∼∼∼∼∼
কোন অজানার অচিন দেশে
পাড়ি দেবো অবশেষে,
সব যেনো এক নতুনে ভরা
সেথায় হবো আমি কি হরা?
একলা মনে ভয় যে বড়ো,
কিসের ভয় তাকে জয় করো।
গুটি গুটি পায়ে চলবো সুখে,
মনের ভাষা আসবে মুখে।
সেথায় জানো মজা হবে ভারী
কত গল্প শোনাবে শুক ও সারি।
একছুটে যাবো তেপান্তরে,
দুর-বাগিচার বনানীর ধারে।
দমকা বাতাস আসবে ধেয়ে
নদীতে নৌকা চলবে বেয়ে,
সবুজ পর্বতের কি যে শোভা
সোনালী রোদের সুর্দশন প্রভা।
রঙিন ফুলে থাকবে ভরে
নেবো তাকে আপন করে
সুগন্ধিতে দিকে দিকে ছেয়ে
কি আবেশ লাগবে আমার দেহে।
কল্পনার জগতে হরষ আসে
এই নিয়েই থাকবো জীবন শেষে।
∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি–
আমি পুষ্পিকা উত্তরবঙ্গের, ডুর্য়াসে জন্মস্থান, পাহাড় জঙ্গল ও চা বাগান দেখে বড়ো হওয়া বিবাহ সূত্রে বর্তমানে কলকাতার স্থায়ী বাসিন্দা, ছোটো থেকেই বাংলা সাহিত্যেকে ভালোবাসতাম তাই এই নিয়ে পড়াশোনা করে স্নাতক হয়েছি। এখন অবসরে কলম হাতে বসি লেখনীর মাধ্যমে নিজের মনের ভাব প্রাকাশ করতে চেষ্টা করি সঙ্গে সঙ্গীত চর্চা ও চালিয়ে যাচ্ছি এর সনে সামাজসেবার কিছু কাজের সঙ্গেও যুক্ত আছি।