অবিশ্বাস্য হলে ও সত্যি

-শান্তি দাস

∞∞∞∞∞∞∞∞∞

জন্মেছি আমরা পৃথিবীর বুকে সৃষ্টির এই সৃষ্টিতে,

বিধির বিধান সব নতুন নতুন ঘটে দৃষ্টিতে।

কয়দিনের জীবন রঙ্গমঞ্চের অভিনয় করে যাওয়া,

ক্ষনস্থায়ী জীবনে সুখ দুঃখ ভালোবাসা পাওয়া।

বিস্ময়কর জীবনে কতকিছু ঘটে মানব সংসারে,

অবিশ্বাস্য হলে ও সত্যি জীবন ভাবনার তরে।

কোথা থেকে এসেছি কোথায় শেষ ঠিকানা,

সবটাই বিস্ময় জীবন উৎপত্তির কোথায় সীমানা।

এই আকাশ বাতাস গ্রহ নক্ষত্র তারার সমাবেশ,

যান্ত্রিক শক্তি এই পৃথিবীর মাঝে ভাবনার রেশ।

বিজ্ঞানের নতুন আবিষ্কার সবকিছু আশ্চর্যজনক,

মানব জীবনে এই অবিশ্বাস্য সত্যি জানা অজানার বাহক।

আমাদের বেঁচে থাকা মাটির উপর বিস্ময়কর লাগে,

প্রকৃতির শ্বাস প্রশ্বাসের ভারসাম্য রক্ষা অবাক লাগে।

জীবনের তো একটু ও বিশ্বাস নেই বাঁচার তরে,

দাঁড়িয়ে আছি এই জগৎ সংসারে সৃষ্টির লয়ে।

পৃথিবীতে অমর কেহ নহে সবার বিদায় নিতে হয়,

যে সবচেয়ে আপন ভুলে থাকার শক্তি তাতে ও নেই ভয়।

জীবনের রঙ্গমঞ্চে এই সত্য আবিস্কার অতি বিস্ময়কর,

এই নিয়ে মানুষের মনে প্রশ্ন জাগে আছে মতান্তর।

∞∞∞∞∞∞∞∞∞

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*