হে মহর্ষি উপমা

-পীতবাস মণ্ডল

≈≈≈≈≈≈≈≈≈≈

দিল দরদীয়া ওগো মোর

মননের সবটা জুড়ে তব উপস্থিতি ,

মনে আছো প্রাণে আছো সর্বাগ্ৰে

হৃদয়ে জড়িয়ে তোমার অদম্য পরিচিত ।

তোমার কীর্তির চেয়ে তুমি যে মহান

আসমুদ্র হিমাচলের তুমি অধিশ্বর ,

যেই জানে সেই মানে গুরুদেব তব

অন্তরে মম আজীবন অবিনশ্বর ।

হাজার শ্রাবণ কাঁদে হারায়ে রবি দ্যূতি

একটি সে বৈশাখ আজও পথচেয়ে অম্লান !

দিয়েছো যা নিয়েছি দুহাত ভরে

শুধু পারিনি দিতে তার কিছুই প্রতিদান ।

আজিকার এই ক্ষনে প্রণমি তোমারে প্রভু

আঁখিজলে শুধু মোরে করিও ক্ষমা ,

মরণের ওপারে থেকো চির সুখে

নিও বিনম্র শ্রদ্ধা আমার হে মহর্ষি উপমা ।

≈≈≈≈≈≈≈≈≈≈

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*