প্রিয়ার ভালোবাসা

-মোঃ আবু তাহের মিয়া

∞∞∞∞∞∞∞

ইচ্ছে করে কখনো

সন্ধ্যা তারার সঙ্গী হই,

আমার প্রিয়ার ভালোবাসায় অধীর হয়ে

ব্যাকুল মনে তন্দ্রা রই।

ইচ্ছে করে জুঁই চামেলির সাথে

করি তাঁর তুলনা,

হাসহেনা হার মানবে,শাপলা জলেও

ওরা লজ্জায় নড়বেনা।

সন্ধ্যা হলেই পড়ে মনে

যাই লুকিয়ে প্রিয়ার গহীন হৃদয়ে,

হারিয়ে যাই ক্ষণেক্ষণে

গোলাপ তাঁর সৌন্দর্য দেখে যেতো পালিয়ে।

সবুজ বনের শীতল ছায়ায়

যেতো সবাই লুকিয়ে,

সন্ধ্যা তারারা নীল গগন হতে

তাঁর সৌন্দর্য দেখে যেতো সবাই হারিয়ে।

নিঃসঙ্গ পথিক দেখতো যদি কখনো

যেতো থমকে দাঁড়িয়ে,

কি অপরূপ সৌন্দর্যের বাহার তাঁর

দিলেন খোদা আমায়,তাঁর দয়া বাড়িয়ে।

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতঃ

নাম- মোঃ আবু তাহের মিয়া,পিতাঃ মরহুম মাও, মোঃ মজিবুর রহমান,আমি নরসিংদী জেলার শিবপুর উপজেলার পাড়াতলা শিকদার আব্দুল মান্নান উচ্চ বিদ্যালয়ে ইসলাম ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত আছি,জন্মতারিখ -০৩/১১/১৯৬৯ইং, শিক্ষা- মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তাফসীর, হাদিস ও ফিকাহ, তিনটি বিষয়ে কামিল পাস করি,ঢাকা কবি নজরুল সরকারি কলেজ থেকে ইসলামি স্টাডিজ-এর উপর বি,এ অনার্স, এম,এ পাস করি, যথাক্রমে-ঢাকা ইউনিভার্সিটি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে। বি,এড জাতীয় বিশ্ববিদ্যালয়। ডি,এইচ,এম,এস হোমিওপ্যাথিক মেডিক্যাল কলেজ, জয়কালী মন্দির, ঢাকা। স্হায়ী ঠিকানা ও খতিব-রাজাবাড়ি মৌলভী বাড়ি জামে মসজিদ, রায়পুরা,নরসিংদী।

বর্তমান ঠিকানা – গ্রাম ঃ পাইকসা,৩২/২,ওয়ার্ড নং-০৫,রোডনং-০১ ডাকঘরঃ ঘোড়াশাল পৌরসভা,উপজেলা ঃ পলাশ,জেলাঃ নরসিংদী। কবিতা লেখা আমার সখ,ছাত্র জীবনে একটি ধর্মীয় বই লেখি, “নাম “ফতোয়ায়ে নূরে মোহাম্মদী”।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*