সেই দিন আসবে কবে

-সিরাজুল ইসলাম মোল্লা

≈≈≈≈≈≈≈≈≈≈

চাইলাম মেম্বার চেয়ারম্যান এমপি হতে হবেঁ শিক্ষিত,

চাইলাম আইন প্রণেতার আলোচনা- অনাস্থা ব্যতীত।

চাইলাম নির্বাচন কমিশন ও আদালতে স্বায়ত্তশাসিত,

চাইলাম প্রশাসন জনমতের চাহিদা মতে পরিচালিত।

চাইলাম রাজনীতি যেন না হয় অ-ধর্ম দ্বারা প্রভাবিত,

চাইলাম সম্প্রীতি যেন না হয় ছিন্ন ধর্ম-গোত্র তাড়িত।

চাইলাম আমজনতা হয় যেন নৈতিকতা দ্বারা চালিত,

চাইলাম সবায় থাকে যেন সততা ও মানবতা নিহিত।

চাইলাম বাঙালি, বাংলা ভাষা ও বাংলাদেশের উন্নতি,

গুজব আর ধোকায় চারিদিকে আজ শুধুই অবনতি।

চাইলাম আগামীর তরে দুর্নীতি মুক্ত এক সুপরিবর্তন,

এখন দেখি আগেই ছিলাম ভালো, হয়েছে কুবিবর্তন।

অসত্যবাদী সত্যের মুখোশে ধাবড়াচ্ছে সকল কাজে,

বৈষম্যবাদী নাকি বৈষম্য বিরোধী বুঝি একি সমাজে!

চাইলাম কি আর হলো কি, বুঝিনা যে এখন কি করি,

সর্বত্র আজও দেখি আত্মকেন্দ্রিক স্বার্থের লুকোচুরি।

সবার মুখে বঞ্চনার কথা শুনি, লাঞ্ছনার কথাও শুনি,

পরস্পর সবে অভিযোগ করে অন্যের অপকর্ম গুনি।

স্ব স্বাধীনতার কথা বলে হরণ করে অন্যের স্বাধীনতা,

শান্তির কথা বলে, কোথা শান্তি? নাই বাক স্বাধীনতা।

সবাই ভীত শঙ্কিত, সবাই লুন্ঠিত সময়ের পালাবদলে,

ভুলে যায় ইতিহাসের ইতিকথা, দর্শন ভুলের মাশুলে।

নৈতিকতাহীন বলে যদি নীতিকথা, বলো যাই কোথা?

আসলে মানবে নেই তেমন সততা মানবতা সত্যকথা।

সেই ছেলে আসবে কবে যে সাম্যবাদী দেশপ্রেমি হবে,

সেই ছেলে আসবে কবে যে সত্যবাদী মানববাদী হবে,

সেই ছেলে আসবে কবে যে স্ববিরোধী কথা না বলবে,

তার তরে দু’হাত তুলে প্রার্থনায় প্রতীক্ষিত আজ সবে।

সেই দিন আসবে কবে মানুষে নৈতিক সত্যবাদী হবে,

সেই দিন আসবে কবে সত্যের জন্য সবাই প্রাণ দেবে,

সেই দিন আসবে কবে সবে বিবেক দ্বারা চালিত হবে,

সেই দিন আসবে কবে মানুষ মানুষের মত মানুষ হবে।

≈≈≈≈≈≈≈≈≈≈

ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*