
আজও বেঁচে
-শ্রী স্বপন কুমার দাস
∞∞∞∞∞∞∞∞∞
সাত রাঙা রামধনু রঙ
নভের উজ্জ্বল ছটা,
পুবের রবি পশ্চিমে ঢলিল
কাঁদিল বিশ্ব গোটা।
দিনটি ছিল বাইশ শ্রাবণ
ধারা বর্ষণ মাস,
কলকল রবে বহিছে নদী
পাড়ে ঝুঁকে কাশ।
জনস্রোতে ঠাকুর বাড়ি
নিমেষে ভরিয়া গেল,
বঙ্গ মাতার সেরা সন্তান
হাসিয়া বিদায় নিল।
নোবেল জয়ী খ্যাতিমান
গুরুদেব তিনি বিশ্বে,
বাঙালি গর্ব আজও বেঁচে
শুকতারাতে দর্শে।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
কবি শ্রী স্বপন কুমার দাস
পিতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস
মাতা- শ্রীমত্যা কল্যাণী দেবী
জন্মস্থান- গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ
জন্ম তারিখ- ১৬/০৪/১৯৬৩
লেখার হাত ১৯৭৮ সাল থেকে চলছে এযাবৎ
আমার দুইটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে-
“উত্তোরণ ” ও “শব্দ তোরণ “
এযাবৎ বিভিন্ন পত্রিকার মোড়ক উন্মোচন এর মাধ্যমে আমার প্রায় ১৩০০ টি কবিতা ও অণুগল্প প্রকাশিত হয়েছে।