
অবহেলিত শিশু
-রতন রায়
∞∞∞∞∞∞∞∞
ক্ষুধায় কাতর পথশিশু
পায় না তারা ভাত,
ক্ষুধার জ্বালায় ভিক্ষা করে
দিনের পরে রাত।
রাস্তাঘাটে পড়ে থাকে
নাই তো তাদের ঘর,
তাদের কাছে দুনিয়াটা
বড়ই স্বার্থপর।
এই সমাজের মানুষ তাদের
দেয় না কোন দাম,
কেউ তো তাদের টুকাই বলে
আরো কত নাম?
পেটের দায়ে ভিক্ষা করে
দু-হাত পেতে চায়,
নিজের খাবার জোগাড় করা
তাদের জন্য দায়।
কিসের তরে এই শিশুরা
নির্যাতিত আজ,
পেটে দায়ে করে তারা
কারখানাতে কাজ।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতিঃ
কবি রতন রায় ৩ই মে ২০০৫ সালে ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলার ১নং ভোমরাদহ ইউনিয়নের ২নং ওয়ার্ডের তরলা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা শিমল চন্দ্র রায়, মাতা শিল্পী রানী। তিনি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক উত্তীর্ণ হওয়ার পরে (বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পীরগঞ্জ সরকারি কলেজ, ঠাকুরগাঁও।) অনার্স প্রথম বর্ষের ব্যবস্থাপনা বিভাগের অধ্যয়নরত ছাত্র। তিনি লেখালেখি করতে ভালোবাসেন এবং বিভিন্ন পত্রিকায় তাঁর অসংখ্যা কবিতা প্রকাশিত হয়েছে। যৌথ কাব্য গ্রন্থ; আহত গোলাপ।