
মানদণ্ড
-অসিত ঘোষ
⇔⇔⇔⇔⇔⇔⇔
যেখানে বিদ্যা নেই, আছে শুধু পূজা।
বন্ধ দরজায় আলো আসে না সোজা।
বই-খাতার পাতায় ধুলো জমেছে,
জ্ঞানের প্রদীপ কবেই নিভেছে।
মন্দিরের ঘণ্টা বাজে, আরতি চলে,
শিশুর মনে কোনো প্রশ্ন নেই ?
শিক্ষার আলোয় মন না ভরে,
মিথ্যা আচার-অনুষ্ঠান শুধুই চলে।
মা দুর্গা বসেছেন, দশ হাতে অস্ত্র,
কেউ কি বলে কোথায় শিক্ষার বস্ত্র?
শিক্ষার অস্ত্রটা হয়ে গেছে ফাঁকা,
পূজার প্রাঙ্গণে শিশুরা দাঁড়িয়ে একা।
এ কেমন পূজা, এ কেমন ভক্তি,
হারিয়ে গেছে জীবনের যুক্তি।
জ্ঞান ছাড়া শুধু পূজায় কী হয়,
অন্ধকারে শুধু সময় বয়ে যায়।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি–
বর্ধমানে গ্রামে আমার শৈশব কেটেছে। কাটোয়া কলেজে বিএসসি ফিজিওলজি নিয়ে পড়াশোনা।এখন দমদমে বাবার আশীর্বাদে আমি একটি জোয়ানের কারখানা খুলেছি। ২৫ বছর ধরে আমি বড়বাজার শিয়ালদায় মাল ডেলিভারি করি নিজের উৎপাদন। এখন অনেক ছেলে মেয়ে কাজ করে। সাহিত্যকে ভালোবেসেছি সবসময়। অবশ্যই আমি বিজ্ঞানের ছাত্র হয়েও কবিতা লিখে যাই।