
আমার শহর
-তনুশ্রী বসু (পাত্র)
⇔⇔⇔⇔⇔⇔⇔
আমার শহর, মিছিলে ভরা,
অগনিত মানুষের ভিড়,
চলেছে রাস্তা জুড়ে কলহ,
চারিদিকে প্রতিবাদ, করে অস্থির।
আমার শহর, ধনী দরিদ্রের,
বহু সংমিশ্রণ, চলছে দিবা রাত,
বলছে “ওরা” বিচার চাই,
অন্যায়কে প্রশয়, দেবনা সাথ।
জীবন যখন, সমস্যায় জর্জরিত,
দিনে রাতে, ঘুম নেই চোখে,
চলছে বিদ্রোহ, মিথ্যা অহরহ,
বলছে সবাই, আপন মুখে।
সন্ত্রাস আর বিপ্লব এক নয়,
বিপ্লব আনছে, ঘাত প্রতিঘাত,
মানুষ, অভ্যাসের দাস আজ,
চিন্তায় আছে, মনে আঘাত।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি:-
আমি তনুশ্রী বসু পাত্র। বাবা চন্ডিচরণ পাত্র ও মা চিত্রা পাত্রর প্রথম সন্তান। হুগলি জেলায় চুঁচুড়াতে জন্ম। স্কুল, কলেজও সেখানেই। বিয়ে হয়েছে ১৯৮৩ সালের ২৫শে জানুয়ারী, এক মাত্র ছেলের সংসার হোয়েছে বছর তিনেক আগে। তারা যে যার নিজের কর্মস্থলে থাকে। আমরা দুজন স্বামী স্ত্রী বাড়িতেই থাকি। আমি একজন সাধারন গৃহিণী। সংসারের একঘেয়েমি কাটাতে আমি লেখা ও গানের মধ্যে সময় অতিবাহিত করি। আমার স্বামী এই ব্যাপারে আমাকে অনেক উৎসাহ দেয় ও সাহায্য করে। সাহিত্যকে যারা ভালোবাসে তারা লেখার মাধ্যমে তাদের বক্তব্য অপরের সামনে রাখার চেষ্টা করে। তার প্রকাশ কবিতা, অণুগল্প কিংবা প্রবন্ধে দেখা যায়। লেখার অভ্যাস সেই ছোটবেলা থেকে লিখতে ভালবাসি আর তার প্রকাশে আরও আনন্দ পাই। তাই লিখি আর লিখেও চলব।