
ও মিলা ওগো স্বপ্নীলা
-সাজ্জাদ হাসান
∞∞∞∞∞∞∞∞
ও মিলা ওগো স্বপ্নীলা
একটা গান ধরো না,
সুরে ভুবনে মন পবনে
হাজার নদীর বাঁকে বাঁকে
একটু বাঁক তুলো না।
নূপুর পায়ে জলসা ঘরে
দোয়েলে নাচে বহরে,
সারা অঙ্গে ঢেউয়ে পরে
মুঠো ভালবাসা ছুঁড়ে দে না।
এই সন্ধ্যার আসরে
প্রেম গোলাপ হাতে
পাপড়িগুলো চলার পথে
না বলা মনের দুটি কথা
গোপনে বলে যাও না।
হবে কিনা জীবনে মরণে
দেবে মালা স্মরণে,
হবে কি শয়নে স্বপনে
একটু কথা দাও না।
দেবে কি যত ধূলি চরণে
ভালবেসে আপন বিহনে
একটু আশা ছুঁড়ো না।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
কবি সাজ্জাদ হাসান পহেলা জানুয়ারি ১৯৭০ সালে জন্মগ্রহণ। জেলা- ঢাকা,
গ্রাম- কুমিল্লা। পিতা মরহুম- মাহবুবুল হক, মাতা- রহিমা বেগম। ছয় ভাই বোনের মধ্যে কবি দ্বিতীয়। অসুস্থতা কারণে তেমন পড়াশুনা করতে পারিনি। কিন্তু সাহিত্যচর্চা ধারণ করি কয়েক বছর ধরে।