
বসন্তের ছায়া
-কাজী সেলিনা মমতাজ শেলী
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
বসন্তের ছায়া কোকিলের মিষ্টি গান সে এক অন্য ভুবন,
রহে গান সে যে শুধু ভালোবাসা,আপনার চেয়ে আপন।
নিশিদিন মান কে গো ভালোবেসেছে,
কোকিলের গান, আকুল আবেগে ফাগুন ছড়াবে ফুলে সেই বাসনা ঘ্রাণ।
বসন্তের ছায়া
বসন্ত যেন কবির কবিতা, ছবি রেখা নিস্তব্ধ নিরালা,
কোকিলের মিষ্টি গান যেন মহাসংগীত প্রিয় বেহালা।
বসন্তের ছবিতে আঁকা, বিচিত্র বর্ণনা যেন গৃহ প্রান্তে,
এসো এ ফাগুন নিস্তব্ধ নিরালায় বসন্ত কথা জানতে।
বসন্তের ছায়া
নীরব ধ্যানে বসন্ত এলো শুধু ভালোবাসার শান্ত হৃদয়ে,
শব্দহীন বসন্ত ভালোবাসা দিয়েছে ওই সুখ সূর্য উদয়ে।
তুমি সুখের ধ্যান আলোক মহিমারাশি বসন্তের ছায়া,
তুমি হৃদয়েরও রাজধানী ভালোবাসার গল্প সুখ মায়া।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
নাম: কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম + পোস্ট: কপিলমনি বাজার
থানা: পাইকগাছা
জেলা: খুলনা বাংলাদেশ