
অমর সুকান্ত
-অভিজিৎ দত্ত
∞∞∞∞∞∞∞∞∞∞
প্রিয় কবি সুকান্ত
তোমাকে করি নমস্কার
অল্প বয়সে তোমাকে হারালেও
রেশ রয়ে গেছে তোমার লেখার।
দরিদ্র, নিপীড়িত মানুষের
তুমি ছিলে আশা ও ভরসা
প্রতিবাদীদের মুখে তুমিই
দিয়েছিলে উপযুক্ত ভাষা।
তোমার কবিতা,তোমার লেখা
আজও প্রেরণা জোগায়
সাধারণ মানুষের স্বপ্ন হয়ে আজও
বেঁচে আছো তাদের মণিকোঠায়।
সংগ্রাম,লড়াই, প্রতিবাদ ছাড়া
পুঁজিপতিরা দেয় না কিছু
সুকান্ত, তুমি শিখিয়েছিলে লড়াই ছাড়া
জীবনের মূল্য নাই কিছু।
নিজের অধিকার আদায় করতে
তুমি দিয়েছিলে সংগ্রামের ডাক
আজও সাধারণ মানুষ স্মরণ করে তোমাকে
ধ্বনি তোলে,সুকান্ত ভট্টাচার্য জিন্দাবাদ।
∞∞∞∞∞∞∞∞∞∞
লেখক পরিচিতি
অভিজিৎ দত্ত, মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে জন্ম। পিতা স্বর্গীয় রঞ্জন দত্ত ও মাতা গায়ত্রী দত্ত। কবি, শিক্ষক,সাংবাদিক ও সমাজসেবী।।স্কুল জীবন থেকে লেখালেখির শুরু।একাধিক পত্র, পত্রিকায় লিখেছেন বা লিখে চলেছেন। ভারত-বাংলাদেশের যৌথ কাব্যগ্রন্থে এ পর্যন্ত পাঁচটি বই এ তার লেখা বেরিয়েছে।তার নিজস্ব কাব্যগ্রন্থ, কাব্যের ঝংকার, কাব্যের ঝড়,ও কাব্যের ঝর্ণা এবং প্রবন্ধের বই চেতনা ২০২২সালে বেরিয়েছে।২০২৩সালের জানুয়ারিতে দুটি কাব্যগ্রন্থ নির্বাচিত শ্রেষ্ঠ কবিতার সম্ভার ও সেরা কবিতার সম্ভার প্রকাশিত। আগষ্ট মাসে প্রকাশিত কাব্যের তরঙ্গ এবং ডিসেম্বর মাসে প্রকাশিত কাব্যের কলরব।২০২৪এ কোলকাতার আন্তর্জাতিক বইমেলাই বেরিয়েছে ইংরেজীতে প্রবন্ধের সংকলন Awakening. লেখালেখি ও সমাজসেবামূলক কাজের জন্য একাধিক পুরষ্কার, শংসাপত্র ও সম্মাননা পেয়েছেন ও পাচ্ছেন।