
খাতা কলম নিয়ে
-মাহবুব আলম বুলবুল
≈≈≈≈≈≈≈≈≈≈
কবির পেটে ভাত নাই
তবু কবিতা লেখে,
কবি যখন দুই চোখে
যা কিছু দেখে।
রাত জাগা পাখির মত
খাতা কলম নিয়ে,
ভাবনার সাগরে ডুব দিয়ে
লিখে মন দিয়ে।
কবি লিখে দেশের কথা
দিয়ে সরল মন,
কবির কবিতা পড়ে পাঠক
হাসে কত জন।
বর্তমান সমাজে কবির কোন
তেমন মূল্য নাই,
একটু হলেও সবার নিকট
মূল্য পেতে চাই।
কবির হাতের কলম তবু
থেমে থাকে না,
কবি যখন লিখতে বসে
কাউকে ডাকে না।
কবির চোখে ঘুম নাই
চিন্তার শেষ নাই,
সবার নিকট কবি তাই
একটু মূল্য চাই।
≈≈≈≈≈≈≈≈≈≈
—– কবি পরিচিত —
কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার গোলাপ নগর গ্রামে ১৯৬৮ সাল তারিখে কবি জন্ম গ্রহন করেন। কবি ছোট বেলা থেকেই কবিতা নাটক গান কবিতা ছড়া রম্য রচনা করেন। কবি বাংলাদেশ বেতার এর একজন তালিকা ভুক্ত গীতিকার। তার লেখা গান দেশের বিভিন্ন বেতারে প্রচার হয়েছে এবং হচ্ছে।