
মৃত্যু
-রায়মা শেখ
∞∞∞∞∞∞∞∞
মৃত্যু আসে নিঃশব্দ পথে,
রাতের শেষে আঁধার রথে।
শরীর ক্লান্ত নিদ্রার টানে,
আত্মা ভাসে অন্য গানে।
ফুল ঝরে যায় ঋতুর শেষে,
তবু বসন্ত ফিরে আসে।
তেমনই মৃত্যু শূন্যতা নয়,
আলো লুকিয়ে নতুন স্রোত হয়।
কেউ ভয় পায় অন্ধকার মুখে,
কেউ খোঁজে মুক্তি দুখের শোকে ।
∞∞∞∞∞∞∞∞
লেখক পরিচিত :
রায়মা শেখ ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার রাঙ্গামাটিয়া গ্রামে ১৫ ফ্রেব্রুয়ারী ২০০২ সালে জন্মগ্রহন করেন । তিনি রাঙামাটিয়া হাই স্কুল থেকে মাধ্যমিক এবং কেশরগঞ্জ ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন । বর্তমানে তিনি ময়মনসিংহ সরকারি আনন্দ মোহন কলেজে অনার্স ফাইনাল ইয়ারে লেখাপড়া করছেন । তিনি লেখাপড়ার পাশাপাশি কবিতা, ছোট গল্প, রম্য গল্প লিখেন । তার ইচ্ছা তার সৃষ্টি গুলো বিশ্বদরবারে ঠাঁই পাক ।