
অনেকটা পথ
-মীনা কুণ্ডু
∼∼∼∼∼∼∼∼∼∼
অনেকটা পথ হেঁটে গিয়ে
পড়ে ছিলো বড় রাস্তার মোড়
চৈত্রের দুপুরের প্রচণ্ড রোদে
বসতির বন্ধ ছিলো সব দোর।
কাঠফাটা রোদে ধরিত্রীর বুকে
ছিলো বাতাসের গরম হাওয়া
একলা পথে একলা ছাতা ধরে
একলা নির্জনে এগিয়ে যাওয়া।
সেদিনের কষ্ট লাগে নি বুকে
ব্যথা হাসি মুখে চলে ছিলাম
একরাশ বিরক্তির কালো মেঘের
ছায়া সঙ্গে নিয়ে বাড়ি এলাম।
অনেকটা পথ হেঁটে শরীরে ক্লান্তির
ছায়া হলো নিঃশব্দে সঙ্গী
বারবার মনের আকাশে ভেসে এল
তোমার কথার বাচন ভঙ্গি।
কত না বলা কথা জড়োসড়ো হয়ে
উঁকি দেয় মনের খোলা জানালায়
ক্লান্ত মনের ভ্রান্ত ধারনায় পাহাড়সম
অভিমান জড়ো হয় নীরব বেদনায়।
আশা নিয়ে ছুটে ছিলেম তোমার দোরে
নিরাশায় ফিরে এলাম নিজের ভুলে
তোমার অভিনয়ের নেই কোনো তুলনা
মিথ্যের উপর মিথ্যা পাঁচিল গড়লে তুলে।
ভুলের মাশুলে গড়া ছিল দিন রাত
পাই নি পথের বাঁকে আলোর ঠিকানা
দীর্ঘ নিঃশ্বাস পড়েছে কেবল বারবার
হারিয়ে ফেলেছি আজ পথের নিশানা।
∼∼∼∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি —
+আমি মীনা কুণ্ডু। হুগলি জেলার উত্তরপাড়ার বাসিন্দা। কবিতা, গল্প লিখতে পড়তে ভালো লাগে তাই লেখার চেষ্টা করি।