হাল ধরে কে

-মোহন কুমার হালদার

∼∼∼∼∼∼∼∼∼∼∼

তোর বুকে আগুন, মুখে আগুন

আগুনে সব পুড়ছে যে

চারিদিকে আগুন জ্বলছে দ্বিগুণ

হাল ধরে কে ।

গাছ সব কেটে ফেলেছিস

বৃষ্টি আজ কোথায়

জ্বলে জ্বলে পুড়ছি শুধু

নিজের দশায়।

আজ প্রতিটি মানুষের ঘরে আগুন

পুড়ছে হাহাকারে

সবাই জ্বলছে স্বার্থের নেশায়

কেউ বলেনা আহারে।

∼∼∼∼∼∼∼∼∼∼∼

কবি মোহনকুমারহালদার,সাহাজাদাপুর, দখিণ বিজয় নগর, জয়নগর বকুল, দক্ষিণ ২৪পরগনা পশ্চিম বঙ্গ ভারত জন্মগ্রহণ করেন। কর্ম সুত্রে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় অবস্থান করেন। বিভিন্ন পত্র পত্রিকার সাথে নিয়মিত যোগাযোগ। বিভিন্ন পুরস্কার ও সন্মান এ সন্মানিত। নিজস্ব কাব্যগ্রন্থ হল, সমুদ্রের হাসি, কিবা আছে এ মন দেহে,যারে বাদাম পাতার নৌকা ভেসে।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*