
বাইশে শ্রাবণ
-মোঃ রজব আলী
∞∞∞∞∞∞∞
বাইশে শ্রাবণ কবিগুরুর
প্রয়াণ দিবস ভবে,
শ্রদ্ধা ভরে স্মরণ করতে
মিলিত হই সবে।
ঐ দিবসে বাংলাভাষী
কবিজিকে স্মরে,
স্মরণকালে শোকানলে
নয়ন বারি ঝরে।
লেখা শুরু করেন গুরু
নানান চিত্র এঁকে,
বাংলাভাষা পূর্ণ করেন
গান কবিতা লেখে।
বাংলাভাষা হল খাসা
গীতাঞ্জলির দানে,
বিশ্বের বুকে স্থানটি পেল
আন্তর্জাতিক মানে।
সেই কবিকে কেন্দ্র করে
শোকের কাব্য গড়ি,
বাইশে শ্রাবণ এলে দেশে
গুরুজিকে স্মরি।
∞∞∞∞∞∞∞
কবি পরিচিতিঃ
মোঃ রজব আলী সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার টিলা গাঁও গ্রামে জন্ম গ্রহণ করেন। তাহার পিতার নাম মোঃ শুকুর আলী মোড়ল এবং মাতার নাম মোছাঃ সুবেতারা বেগম। তিনি ১৯৫৭ সালে ৫ই ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি টিলা গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে টেংরা নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী শেষ করে দর্গা পাশা আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি দেওয়ার জন্য নাম রেজিষ্ট্রেশন করছিলেন। হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হয়ে জেনারেল ওসমানী হাসপাতালে তিন মাস ভর্তি ছিলেন। ভালো হওয়ার পর জানতে পালেন। ডাক্তার সাহেব নাকি নিশেধ করছেন। লেখা পড়া করলে মাথায় চাপ পড়লে আবার এ রোগ দেখা দিতে পারে।এর পর এখানেই শিক্ষা জীবন সমাপ্ত।