
কোথায় শিক্ষা গুরু
-অসিত ঘোষ
∞∞∞∞∞∞∞∞
শিক্ষা-গুরু বই-খাতা,
জ্ঞানীর ঘরে বাঁধা,
পেন তার সঙ্গী,
সৃজনশীল কাজে।
মোবাইল এল জীবনে,
জ্ঞানের সাগর সাথে,
কিন্তু হলো ফাঁকি,
সময় গেল চলে।
বই-খাতা নীরব,
পেনটাও বেকার,
মোবাইলে ব্যস্ত সবাই,
শিক্ষা হলো অসার।
বই-খাতা, পেন ছেড়ে
মোবাইল হলো কাল,
ছাত্র সমাজের কাছে,
সময়কে করেছে নষ্ট।
মেরুদন্ড গেছে ভেঙে
ক্লাসে হারতে শেখে নাই,
সবাই পন্ডিত শিক্ষায় ,
মনুষ্যত্ব গেছে হারিয়ে।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি–
আমি গ্রামের এক সাধারণ ছেলে। কলকাতা এসে প্রতিষ্ঠা করেছি নিজের একটি ব্যবসা। আমার শিক্ষা দীক্ষা ও ছেলে মেয়ের উপর।
ছেলে বেনারস আই আই টিতে নার্ভের উপর রিসার্চ করছে। মেয়ে চাইল্ড় সাইকোলজিস্ট শিলিগুড়িতে পোস্টিং। মিসেস অনলাইনে যোগার টিচার। আমি না চাইতে অনেক কিছু পেয়েছি। দুহাত ভরে দিয়েছে ভগবান । শিক্ষাকে ভালোবেসে মানুষকে ভালোবেসে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কবিতা লেখা।