
সৈনিক
-শান্তি দাস
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
হে বীর সৈনিক ,বীর পুরুষ তোমায় নমস্কার,
দেশ রক্ষায় নিয়োজিত তুমি বাঁচাও লক্ষ মানুষের প্রাণ।
দেশের জন্য কত সেনা শহীদদের নাম,
দেশের জন্য মমতা ভরা প্রাণ ছিল তোমার হৃদয়ে।
একুশে ফেব্রুয়ারি,কত শহীদের রক্তের বিনিময়ে বাংলা ভাষা,
এই মাটিতে জন্ম,মাতৃভাষা মোদের বাংলা ভাষা।
সীমান্তে রহিলে আপন প্রাণ তুচ্ছ করে কত স্বপ্ন বুকে নিয়ে,
পরিবার পরিজন ছেড়ে বহুদূরে ছিলে দাঁড়িয়ে।
নিজের ভালোবাসাকে আবার দেখবে বলে সেই অপেক্ষায়।
মহান আদর্শে তোমরা নিজেকে করেছো প্রতিষ্ঠিত,
যে মায়ের গর্ভে জন্ম নিয়েছো তাদের করি নমস্কার।
হে শহীদের আত্মা,তোমাদের রক্তের বিনিময়ে এই বলিদান,
মোদের করেছো দান,তাইতো দেশের মাটিতে পাই রক্তের ঘ্রাণ।
রক্ত ঝড়ানো পথে সৈনিকদের অবদান প্রাণ দিয়ে রাখি মান,
১৬ই ডিসেম্বর বিজয় দিবসে শহীদ স্মরনে আজও বাংলা ভাসে।
হে বীর সৈনিক কত দুঃখিনী মায়ের কোল খালি করে বীর শহিদ তুমি,
বাক্সে বন্দী কফিনে ফিরে এলে মাতাপিতার অশ্রু ঝড়িয়ে।
বাংলার কারো সন্তান কেউ যদি ভুলে যায় তোমারে,
বাংলার জনগণ রাখবে মনে অন্তরে চিরতরে।
⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতি-
ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু ক