
এসো এসো সন্ধ্যা ধরায়
-সিরাজুল ইসলাম মোল্লা
≈≈≈≈≈≈≈≈≈≈
এসো এসো সন্ধ্যা ধরায় তব প্রকৃতির সাজে,
চলো হারাবো আজ আলো আঁধারের মাঝে।
তব বিমুর্ত সন্ধ্যায় নিথর লতা পাতায় হারায়,
আজও সাধনায় ভাবুক কবির মন ভাবনায়।
নীল আকাশে ভেসে যায় সাদা মেঘের ভেলা,
গুমেট বাতাসে দল বেঁধে জোনি করে খেলা।
বিরাগ ভুলি যাও তুলি রাগসঙ্গীত ধীরে ধীরে,
বিহঙ্গম সবই দূরে উড়ে যায় আপনার নীড়ে।
সন্ধ্যার নৈসর্গিক নিঃশব্দ সবার লাগে ভালো,
মনে মননে প্রতিজনে জ্বালো সাঁঝের আলো।
আজও মায়ারূপে বিমূর্তরূপে লাগে পূজনীয়,
হৃদয়ের গহীনে ধূসর বিবর্ণে লাগে অসহনীয়।
আসীন রুদ্ররূপে তবুও হাতছানি দিয়ে ডাকে,
স্বপ্নীল চোখ ভালোলাগার রঙিন ছবি আঁকে।
আশার শত প্রদীপ জ্বেলে আরতিরত প্রকৃতি,
জোনি জ্বলে চাঁদনী বলে- হাসো গো বসুমতি।
দিগন্ত ছুঁয়ে মনের গহীনে সুর আলো ছড়িয়ে,
সন্ধ্যার বরণ ডালা সাজিয়ে কে ওই দাঁড়িয়ে।
যায় তনু মন মাতিয়ে আয় মূক নৃত্যের সাথে,
জোছনা বিলাসে হারাবো সবে মায়াবী রাতে।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি-
ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।