জননী জন্মভূমি

-কাশফিয়া ইসলাম

∞∞∞∞∞∞∞∞∞∞∞

ঋতু চক্রের ঘেরাটোপ ঘুরে শরৎ এসেছে ফিরে।

কি অপরূপ রূপের শুভা জেগেছে বঙ্গ নীড়ে।

চোখ জুড়ানো নন্দিত এ রূপ কি দেখেছো কেহ?

দেখো কতো মায়া মোহে জরানো জননী দেহ।

এই শরৎ সকালে কাজল বিলে শাপলা ফুটানো ছবি,

ভালো লাগে ভীষণ দেখিতে তখন উদিত অরুন রবি।

এ বাংলা যে এক অপরূপ শুভা এ বিশ্ব ধরা দামে,

সুখের পুলকে ছড়ানো দ্যোলকে মমতা জড়ানো খামে।

পদ্ম পাতায় শিশিরের কনা হীরকের ঝলক বানে,

সূর্য কিরনে বিকিরণ ছড়ায় অবুঝ এ নয়নের পানে।

অভিভূত হই মমতা মাখিয়া হেথায় রাখিয়া আখি,

যেথা ঝিলের জলে ঢেউয়ের তালে সূর্যের মাখামাখি।

মধু ক্ষণে আজ শরতের সাজ মেখেছে মমতা কতো,

দূরের ওই গাঁয়ে তরু লতা ছায়ে আকাশ হয়েছে নত।

আকাশের নীল নীলাভ ছাপিয়া জল”কে ছুঁয়েছে প্রেমে।

রূপের ওই ছবি এঁকে যায় কবি কল্প লোকের ফ্রেমে।

মনে মাখিয়া প্রিতী ঊষার দ্যোতি দেখিল নয়ন ভরে।

আবিরে রাঙা রঙের ছোঁয়াতে মমতা অঝোরে ঝরে।

সুদূর আকাশে; শান্ত বাতাসে মেঘেদের ছুটা-ছুটি,

যেন আঁখির তাঁরায় হৃদয় পাড়ায় সুখেদের লুটোপুটি।

আজ ছড়িয়ে শুভা বিগলিত প্রভা শরৎ ঋতুর কালে-

নদীর চড়ে ওই কাশফুলেরা দোলছে হাওয়ার তালে।

শঙ্খ চিলের আনাগোনা হেথা ডাহুক ডাকা ঝুপে-

তাই বিমোহিত মন অবাক নয়ন বঙ্গ জননীর রূপে।

এ শরৎ প্রভাতে আনন্দ সভাতে হৃদয়ে লেগেছে দোল,

আমার বঙ্গ ললনার অঙ্গ দেখিয়া হারিয়ে রঙ্গ কোল।

স্নেহ মায়া ঘোরে প্রেম প্রীতি ডোরে আগলে রেখেছ তুমি।

তাই হীরা-মনি হেরে ভালবাসি তোরে জননী জন্মভূমি।

∞∞∞∞∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি –

কাশফিয়া ইসলাম, কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার পাক গাজীপুর গ্রামে ৭ নভেম্ব ২০০৭ খ্রিঃ জন্মগ্রহণ করেন, বর্তমানে গাজীপুর মহানগর গাছা থানা এলাকায় স্থায়ীভাবে বসবাস করছি, উত্তরা হাইস্কুল এণ্ড কলেজে দ্বাদশ শ্রেণিতে বিঞ্জান বিভাগ নিয়ে পড়াশোনা করছি, পাশাপাশি কবিতা ছোট গল্প লিখছি।বাবা পুলিশ অফিসার,বর্তমানে যাব-১৫ কক্সবাজার কর্মরত, মাতা- গৃহিনী।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*