
পরাণ বন্ধু তুই হলি পর
-পীতবাস মণ্ডল
≈≈≈≈≈≈≈≈≈≈
সুদূরের সেই কিশোর বেলা
আজকে কত পর !
লুকিয়ে লেখা গল্প প্রেমের
প্রথম স্বপন প্রথম খুশীর না সওয়া সেই ত্বর ।
ভুল করা সেই মাতাল হাওয়া
আজকে কোথায় পথ হারালো !
মিষ্টি সে সব সুখের ফাগুন
সহসা বিদায়ে নিরবে কোথায় পা বাড়ালো ।
খেয়ালী সেই সময় গুলো
আজকে কেমন এলোমেলো !
মন পাগলের তরুণী সুবাস
স্বপ্নমুখর অমলীন সেই পৃথিবী কোথায় গেল ।
কোন খানে আজ সুজন বন্ধু
উদাস বিকেলের বসন্ত কই !
সেই ভুলো মন ফুড়ুৎ কখন
এখনো কি সন্ধ্যা হলে চাঁপার তলে আসিস সই ?
দুই পৃথিবীর দুজন আজি
আমার কতই ভাবুক পরাণ !
কার কাননের বুলবুলি তুই
পড়ে কি মনে আর কখনো লুকোচুরির সেই ঘ্রাণ ।
নাম হারানো ফেরারী সময়
আজকে কত পিছু টানে !
প্রথম বেলা শুধুই স্মৃতিময়
ওষ্ঠে বিলীন তুফানি হাসি বেদনা বিধুর আনচানে ।
ছেলে বেলার সেই কটাদিন
পথ হারালো কিভাবে কখন !
পরাণ বন্ধু তুই হলি পর
এই আমি নেই প্রশান্ত হাওয়া সঙ্গী শুধু নিত্য রোদন ।
≈≈≈≈≈≈≈≈≈≈
কবি পরিচিতি –
নাম পীতবাস মণ্ডল, গ্ৰা+পোঃ -যোগেশ গঞ্জ । জেলা উঃ ২৪ পরগনা, পেশায় সাধারণ কর্মজীবী । বাংলা সাহিত্যের প্রতি অগাধ ভালোবাসা আর পাঠকের অনুপ্রেরণা লিখতে ভাবায় ।