
বাঙালি কন্যা গৌরী
-শ্রী স্বপন কুমার দাস
∞∞∞∞∞∞∞∞∞
বর্ষা বাদল ঝম ঝমাঝম
ফিরছে তার বাড়ি,
ফুলে ফুলে মেলছে ডানা
অলির হুড়োহুড়ি।
ভাদ্র আশ্বিন শরৎ ঋতু
মায়ের আঁচলে কাটে,
নয়নাভিরাম কাশের উঁকি
হৃদয়ে শিউলি ফোটে।
হিম শীতল বাতাস খেলে
ঢাকির ঢাকের তালে,
ঢ্যাঁই কুঁড়্ কুঁড়্ বোলে
কমল ফোটে জলে।
পেঁজা তুলো নীল দিগন্তে
বলাকা পাখা মেলে,
পুবের ভানুর উদয় অস্তে
সোনালি আলো খেলে।
বাঙালি কন্যা গৌরী আসে
বাংলার ঘরে ঘরে,
চার সন্তান সন্ততি পাশে
মায়ের রূপটি ধরে।
সারা বছরের ভুলত্রুটি
করবো সংশোধন,
মায়ের কাছে চাইবো ক্ষমা
গড়বো সুন্দর জীবন।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
কবি- শ্রী স্বপন কুমার দাস পিতা- সন্তোষ কুমার দাস মাতা- কল্যাণী দেবী জন্মস্থান- গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ। লেখালেখি আমার নেশা ও সখ ১৯৭৮ সাল থেকে এযাবৎ চলছে। আমার দুইটি কাব্যগ্রন্থ- (উত্তোরণ ও শব্দ তোরণ)