
স্টপ জেনোসাইড
-হাসান জামান
∞∞∞∞∞∞∞∞∞
দেখা হবে আর মাত্র কদিন পরে,
যখন দেখবে পায়ের নতজানু ঘাস
মাথা উঁচু করে ছুঁয়েছে আকাশ
মাটিতে মাথা রেখে মানুষের সমস্ত আশা
ঘুমিয়ে গেছে নিস্তব্ধ কবরে!
ইয়াহুদার হিংসার অনলে কেনান বালক
প্রিয় ইউসুফ হয়েছে দাস।
বিষাদ আর বেদনা চোখের পাতায়
মেঘ বিস্ফোরণে ভেসে যায় আমার গ্রাম
ঘরবাড়ি ইস্কুল পরিচিত মুখ প্রিয় স্বজনের নাম
একে একে নিভ যায় আলো রাত্রির অন্ধকারে
মাটিতে মিশে যাচ্ছে শহর নগর ঐতিহ্য স্মৃতি
আগুনে পুড়ছে জেরুজালেম! হে আকাশ তুমি কি দেখনি যখন গাজায় সমুদ্রের ঢেউয়ের মতো
আছড়ে পড়ছে বোমারু বিমান
পরিত্যক্ত বাগানে গাজার শিশু রক্তাক্ত গোলাপ
ঝরাপাতার মতন উড়ে যাচ্ছে বাতাসে!
গাধার বিভৎস চিৎকারে আতংকিত পৃথিবীর প্রাণ।
মরুভূমির মেষ পালকেরা বিস্মৃত
কুয়ায় নিক্ষিপ্ত তার ভাই ইউসুফের নাম।
পৃথিবীর পথে প্রান্তরে ঘরে ঘরে সাম্রাজ্যবাদী দজ্জাল! ধোঁয়ায় আচ্ছন্ন প্রতিটি হৃদয়!
আমরা কাউকে ছুটি দেবো না, করবো না ক্ষমা
আমাদের হৃদয় এক একটি ভিসুভিয়াস
শত শতাব্দীর পুঞ্জিভূত অগ্নিকুন্ড হয়ে আছে জমা
আমরা জ্বলে উঠবো! হে মুমূর্ষু শতাব্দী!
এশিয়া থেকে ইউরোপ
আফ্রিকা থেকে আমেরিকা প্রতিটি জনপদ
প্রতিটি রাজপদ প্রকম্পিত হচ্ছে
স্টপ জেনোসাইড!
জেগে উঠছে ক্ষুধার্ত রাত্রি
জেগে উঠছে সালাহউদ্দিনের তরবারী
জেগে উঠছে মরুমিনারে কষ্টের ওহুদ পাহাড়!
দেখা হবে আর মাত্র কদিন পরে
যখন মরা নদী গুলো নির্ঝর হবে
ইহুদী উল্লম্ফনে গাছ ও পাথর কথা হবে
যখন মানুষ ও মানবতা উঠেছে নিলামে
যখন নিলামে বিক্রি হয় আকাশের চাঁদ
তখন দেখবে ঘরের দুয়ার বজ্রপাত
হাঁটুমুড়ে বসে থাকা মানুষেরা দাঁড়িয়ে সটান
এক এক জন সালাহউদ্দিনের অশ্বারোহী
যারা ধরে আছে ইমাম মাহদীর বিপ্লবী হাত।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
হাসান জামান এর প্রকৃত নাম মুহঃ হাসানুজ্জামান। জন্ম ১৯৬৭ সালে নওগাঁ জেলায়। লেখা পড়া রাজশাহী শহরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে মাস্টার্স ও এল এল বি ডিগ্রি অর্জন করেন। কর্ম জীবনে একজন ব্যাংকার। ইসলামী ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও শাখা প্রধান হিসেবে দিনাজপুর শাখায় কর্মরত আছেন। লেখালেখির প্রতি তার আশৈশব ভালোবাসা।