
বন্ধু আমার চাঁদের আলো
-শান্ত মজুমদার আপন
∞∞∞∞∞∞∞∞∞
ভালোবাসার মনের ঘরে দেখি
বন্ধু আমার চাঁদের আলো,
দোলা নামের বন্ধুটাকে দেখার পর
আর কাউকে লাগে না ভালো।
এত ঊজ্জল দেখতে বন্ধু আমার
যেন দুধের আলতায় গোলা,
দোলা বন্ধু তুমি সৌন্দর্য্যের রানী
শান্ত মজুমদার আপন এর সহজ নয় তোমাকে ভোলা।
বন্ধু আমার থাকলে সাথে
কিচ্ছু চাইনা আর,
তোমার হাত ধরে পার হবো যুগযুগান্তর
সারাজীবন থেকো সাথে বন্ধু আমার।
∞∞∞∞∞∞∞∞∞
নাম: শান্ত মজুমদার আপন
থানা : ফকিরহাট
জেলা : বাগেরহাট
গ্রাম : নলধা ব্রহ্মডাঙ্গা