
দীদার
-কাব্যশ্রী মো. নজরুল ইসলাম
≈≈≈≈≈≈≈≈≈
সৃষ্টির সেরা মানব জাতির
প্রভু মালিক সাঁই,
মনের মধ্যে অনেক আশা
তাঁকে দেখা ভাই।
তাঁকে দেখার আজন্ম সাধ
দেখতে নাকি পায়,
মনের ঘরের তালা খুললে
আশা জাগে তায়।
মনের পোষা আশার বাসা
কাটায় দিবস রাত,
একদিন দেখা দিবেন স্রষ্টা
নিজে দিছেন বাত।
সকল ভাবনায় কর্মে মানুষ
লালিত ভোগ সুখ,
স্রষ্টার দেওয়া দ্বীনের পথে
সৃষ্টির লালন হোক।
মহান স্রষ্টার দীদার পেতে
সৃষ্টির বড়োই সাধ,
আখেরাতে মিলবে দীদার
থাকবে নাকো বাঁধ।
≈≈≈≈≈≈≈≈≈
পরিচিতি :
কাব্যশ্রী মো. নজরুল ইসলাম ৮-ই আগস্ট ১৯৮০ ইংরেজিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার রছুল্লাবাদ গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম লাভ করেন। তার পিতার নাম আলহাজ্ব মোহাম্মদ ইছমাঈল মিয়া সর্দার এবং মাতার নাম আলহাজ্ব আরুজা খাতুন। তিনি ২০০০ ইরেজিতে B.Sc পর ২০০১ ইংরেজি হতে চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার তিনচৌদিয়া নামক গ্রামে বেসরকারি/ প্রাইভেট শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। তিনি ১৯৯৫ ইংরেজি সাল থেকে বিভিন্ন পত্র-পত্রিকা, ম্যাগাজিন ও যৌথকাব্য গ্রন্থে ২০০৩ ইংরেজিতে “বনে নয় মনে মোর ” দিয়ে শুরু করে বেশ কয়েকটি বইয়ে , বর্তমানে ফেইসবুকে লেখা লেখি করে সাহিত্য চর্চায় অব্যাহত রয়েছেন।