দুঃখের মাঝে সুখ

-আশীষ খীসা

∞∞∞∞∞∞∞∞

জীবনটা এত সহজ নয়

কত চড়াই-উতরাই পেরিয়ে যেতে হয়,

জীবনে আসে কত ঘাত-প্রতিঘাত

তাতে থাকতে নেই মনেতে ভয়।

মানুষ থেমে নেই জীবন চলার পথে

ঘাত-প্রতিঘাত অতিক্রম করে চলছে ছুটে,

সুখের সাথে দুঃখের স্মৃতি নিয়ে

প্রতিক্ষণে ভাগ্যে কতকিছু জুটে।

কর্মের সাথে ফলাফল জড়িত

সাফল্য কিংবা ব্যর্থতা বা জয়-পরাজয়,

জীবন চলার পথে ব্যর্থতা ও পরাজয় থাকবে

তবু রাখতে হবে মনোবল,দিতে হবে অভয়।

দুঃখের মাঝে সুখ লুকোচুরি খেলে

সেই লুকোচুরি খেলায় সুখকে খুঁজে নিতে হবে,

দুঃখ-কষ্ট আর হাসি-কান্নার মধ্য দিয়ে

বাঁচতে তো হবে এই সুন্দর ভবে।

জীবন পরিক্রমায় থাকবে উত্থান-পতন

তবু প্রত্যেক মানুষের থাকতে হবে স্বপ্ন,

জীবনের লক্ষ্য ও উদ্দেশ্য যতদিন সফল না হয়

ততদিন নিজেকে রাখতে হবে কাজে মগ্ন।

বেকার ও আলস্যে দিন না কাটিয়ে

সবাইকে সামনের দিকে এগিয়ে যেতে হবে,

দুর্ভাগ্য ঘুচে দিয়ে আশা ও স্বপ্ন নিয়ে আগাতে হবে

জীবনের লক্ষ্য,উদ্দেশ্য ও স্বপ্ন সফল হবে তবে।

∞∞∞∞∞∞∞∞

লেখক পরিচিতিঃ

কবি আশীষ খীসা,পিতাঃ বিনয় কান্তি খীসা, মাতাঃ গোপা দেবী খীসা,জন্মঃ রাঙ্গামাটি সদর। স্থায়ী ঠিকানা-গ্রামঃতুলাবান,ডাকঘরঃমারিশ্যা, উপজেলাঃবাঘাইছড়ি,জেলাঃরাঙ্গামাটি পার্বত্য জেলা।তিনি ১৯৭০ সালে ৩১শে আগষ্ট এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে স্নাতক,জাতীয় বিশ্ববিদ্যালয় হতে বি.এড.ও এম.এড. (১ম শ্রেণি)ডিগ্রী অর্জন করেন।

তিনি পেশায় একজন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাঁর বর্তমান কর্মস্থল হলো আলীকদম উপজেলা,বান্দরবান পার্বত্য জেলা।তিনি উপজেলা ও জেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক- ২০২৩ ইং শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হন।তাঁর একক কাব্যগ্রন্থ ২টি এবং যৌথ কাব্যগ্রন্থ ২৩টি এবং অন্যান্য গ্রন্থসহ মোট ৩০টি গ্রন্থ প্রকাশিত হয়েছে।আরও বেশ দুয়েকটি যৌথ ছড়াগ্রন্থ,কাব্যগ্রন্থ ও গল্পগ্রন্থ প্রকাশিত হওয়ার অপেক্ষায় রয়েছে।

 

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*