
নবচেতনায় নবজাগরণ
-পুষ্পিকা সমাদ্দার
∼∼∼∼∼∼∼∼∼∼
নূতন রূপে জেগে উঠুক পুনরায়
এই বিশ্বসংসার,
নবচেতন জাগ্রত হলে
হবেনা কোনো সংহার।
প্রভাতের নব কিরণ সন্তর্পণে
আসে যেমন প্রকৃতির মাঝে,
নতুন ধারণার উন্মত্ততা
জাগুক এই সমাজে।
নতুনকে উপলব্ধি করার প্রয়াস
থাকতে হবে মনে
আঁধার কাটিয়ে নব আলো
স্পর্শ করব অঙ্গীকার করি
এসো সকলের সনে।
প্রাণ আজ উচ্ছ্বসিত মোদের
নব নব অভিলাষে,
নবজাগরণ ঘটাই এসো পৃথিবীতে
একে অপরকে ভালোবেসে।
∼∼∼∼∼∼∼∼∼∼
— কবি পরিচিতি –-
আমি পুষ্পিকা উত্তরবঙ্গের, ডুর্য়াসে জন্মস্থান, পাহাড় জঙ্গল ও চা বাগান দেখে বড়ো হওয়া বিবাহ সূত্রে বর্তমানে কলকাতার স্থায়ী বাসিন্দা, ছোটো থেকেই বাংলা সাহিত্যেকে ভালোবাসতাম তাই এই নিয়ে পড়াশোনা করে স্নাতক হয়েছি। এখন অবসরে কলম হাতে বসি লেখনীর মাধ্যমে নিজের মনের ভাব প্রাকাশ করতে চেষ্টা করি সঙ্গে সঙ্গীত চর্চা ও চালিয়ে যাচ্ছি এর সনে সামাজসেবার কিছু কাজের সঙ্গেও যুক্ত আছি।