
শিক্ষাগুরু
-অভিজিৎ দত্ত
∞∞∞∞∞∞
শিক্ষাগুরু,তুমিই আমার ভিত
তুমিই আমার জীবনের প্রেরণা
তোমার আর্শীবাদ ছাড়া কিছুতেই
প্রকৃত মানুষ হতে পারতাম না।
শিক্ষাগুরু,তোমার কাছেই পেয়েছিলাম
দেশপ্রেম ও মূল্যবোধের শিক্ষা
যেগুলি ছাড়া কখনোই প্রকৃত
মানুষ হওয়া যায় না।
শিক্ষাগুরু,তুমিই প্রথম বুঝিয়েছো
এই পৃথিবীতে মানুষ সবাই সমান
কৃত্রিম ভেদাভেদ, ধর্মান্ধতা
লোভ, হিংসা ও স্বার্থপরতা
মানুষকে করেছে পশুর সমান।
শিক্ষাগুরু,তোমার কাছে শিক্ষা
মানবতার পাঠ
যেটা ছাড়া দুনিয়াই
বেঁচে থেকে কী লাভ?
সবশেষে শিক্ষাগুরু শিখিয়েছিলে
জীবনে ভালো মানুষ হতে
যেটা ছাড়া জীবনের কী মূল্য আছে?
∞∞∞∞∞∞
লেখক পরিচিতি
অভিজিৎ দত্ত, মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে জন্ম। পিতা স্বর্গীয় রঞ্জন দত্ত ও মাতা গায়ত্রী দত্ত। কবি, শিক্ষক,সাংবাদিক ও সমাজসেবী।।স্কুল জীবন থেকে লেখালেখির শুরু।একাধিক পত্র, পত্রিকায় লিখেছেন বা লিখে চলেছেন। ভারত-বাংলাদেশের যৌথ কাব্যগ্রন্থে এ পর্যন্ত পাঁচটি বই এ তার লেখা বেরিয়েছে।তার নিজস্ব একক বই এ পর্যন্ত নয়টি প্রকাশিত।যৌথ সংকলন অজস্র। তার নিজস্ব লেখালেখি ও সমাজসেবামূলক কাজের জন্য একাধিক পুরষ্কার, শংসাপত্র ও সম্মাননা পেয়েছেন ও পাচ্ছেন।