
বর্ষণমুখর দুপুরে
-মোঃ রজব আলী
⇔⇔⇔⇔⇔⇔⇔
বৃষ্টি ঝরে মিষ্টি স্বরে
বর্ষণমুখর দুপুরে,
টিনের ঘরে শব্দ করে
যেমন বাজে নূপুরে।
মেঘের ভেলা করছে খেলা
বজ্রপাতের মাদলে,
দমকা হাওয়া করছে ধাওয়া
মুসলধারার বাদলে।
গাছের ডালে টিনের চালে
বৃষ্টিফোঁটায় করছে নাচ,
পলাশ বেলি জুঁই চামেলি
কদম কেয়ায় ভরছে গাছ।
ঝর্ণা নদী নিরবধি
ভাটিরপানে খুঁজছে পথ,
পানির টানে ভাটিরপানে
চলে যাচ্ছে জলের রথ।
ডোবা জলে কৌতূহলে
ভেকের পালের ঐক্যতান,
বৃষ্টির তালে ভেকের পালে
মনানন্দে গাইছে গান।
⇔⇔⇔⇔⇔⇔⇔
কবি পরিচিতিঃ
মোঃ রজব আলী সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার টিলা গাঁও গ্রামে জন্ম গ্রহণ করেন। তাহার পিতার নাম মোঃ শুকুর আলী মোড়ল এবং মাতার নাম মোছাঃ সুবেতারা বেগম। তিনি ১৯৫৭ সালে ৫ই ফেব্রুয়ারি জন্ম গ্রহণ করেন। তিনি টিলা গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শেষ করে টেংরা নিন্ম মাধ্যমিক উচ্চ বিদ্যালয় থেকে অষ্টম শ্রেণী শেষ করে দর্গা পাশা আব্দুর রশীদ উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি দেওয়ার জন্য নাম রেজিষ্ট্রেশন করছিলেন। হঠাৎ এক কঠিন রোগে আক্রান্ত হয়ে জেনারেল ওসমানী হাসপাতালে তিন মাস ভর্তি ছিলেন। ভালো হওয়ার পর জানতে পালেন। ডাক্তার সাহেব নাকি নিশেধ করছেন। লেখা পড়া করলে মাথায় চাপ পড়লে আবার এ রোগ দেখা দিতে পারে।এর পর এখানেই শিক্ষা জীবন সমাপ্ত