অন্তিম বাঁকে

-বিনয় জানা

∞∞∞∞∞∞∞

অনেক হিসাব কষে জীবন সাজাই,

তবুও জানি না কেন সূত্রে ভুল হয়!

ভালোবাসা অপূর্ণই থাকে আজীবন,

অভিমান মোছা যায় না কখনও!

মানুষ ভাবে সবই তার নিয়ন্ত্রণে,

জানে না, মূহুর্ত ঝড়ে ভাঙে যায় ঘর!

আজকের হাসি কান্না হয়ে যায় কাল;

কান্নার কারণ খুঁজি, পাই না জবাব!

তবুও সবাই হাঁটি একই রাস্তায়,

যে পথ নিকষ কালো অন্ধকারে ঢাকা!

যে পথ চলে গেছে দূরে, অন্তিম বাঁকে;

যে বাঁকে কোন প্রশ্ন নেই, নেই উত্তর!

যে বাঁকে স্থায়িত্ব নেই, নেই নিশ্চয়তা,

যে বাঁকে পৌঁছে গেলে, ফেরা যায় না আর!

∞∞∞∞∞∞∞

কবি পরিচিতি:

নাম: বিনয় জানা, পিতা: ঈশ্বর সুধীর চন্দ্র জানা, মাতা: ঈশ্বরী অন্নপূর্ণা দেবী, গ্রাম: বাড়সুন্দ্রা, পোস্ট: ঈশ্বর দহ জালপাই, জেলা: পূর্ব মেদিনীপুর, পিন: ৭২১৬৫৪, পশ্চিমবঙ্গ, ভারত. কবি মূলত পাঠক। মাঝেমাঝে লেখার চেষ্টা। সবার ভালো লাগলেই কবি খুশি। জীবন পথে চলতে চলতে যে সব নুড়ি পাথর কুড়িয়েছেন সেগুলোকে কবিতার রূপ দিয়ে সবার সামনে আনাই কবির একমাত্র উদ্দেশ্য।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*