
আলোর দিশারী
-অসিত ঘোষ
∞∞∞∞∞∞∞∞∞
তুমি জ্ঞানের আলো, তুমি জ্ঞানের প্রদীপ,
তুমি জ্ঞানের সাগর, তুমি জ্ঞানের দ্বীপ।
তুমি জ্ঞানের প্রদীপ শিখাও আমাদের,
আলোয় ভরে দাও আমাদের হৃদয়ের প্রান্তর।
তুমি গুরু, তুমি আমাদের প্রেরণা,
তুমি আমাদের পথে চালক, তুমি আমাদের চেতনা।
তুমি আমাদের পথ দেখাও, তুমি আমাদের পথ খুলে দাও,
তুমি আমাদের জীবন গড়ো, তুমি আমাদের স্বপ্ন পূরণ করো।
তুমি আমাদের দিশারী, তুমি আমাদের দিশা দাও,
তুমি আমাদের অন্ধকার থেকে আলোয় নিয়ে চলো।
তুমি জ্ঞানের গুরু, তুমি শিক্ষার গুরু,
তোমায় প্রণাম জানাই, তোমায় শ্রদ্ধা করি।
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি–
কাটোয়া কলেজ থেকে বিএসসি পাস করে কলকাতায় দমদমে একটি ব্যবসা প্রতিষ্ঠা করেছি। নিজের বাড়ি ঘরও হয়েছে। ছেলেমেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত। কবিতার প্রতি ভালোবেসে আমি কবিতা লিখি।