শিক্ষাগুরু শ্রদ্ধায় স্মরণ

-বিজয়া মিশ্র

∼∼∼∼∼∼∼∼∼

জীবনের সর্বশ্রেষ্ঠ গুরু মাতাপিতা

তার পরেই শিক্ষাগুরুর স্থান,

যাঁরা অক্ষরজ্ঞান থেকে প্রতি ধাপে

জ্ঞানের আলোক জ্বালিয়েছেন আপ্রাণ।

শৈশব থেকে সুনিপুণ হাতেখড়ি

মা বাবার শাসন আর শৃঙ্খলায়,

যত শিক্ষাগুরু পেয়েছি এই জীবনে

সবার প্রতি অবনত কৃতজ্ঞতায়।

ব্রহ্মান্ড স্বয়ং নিজেই শিক্ষাগুরু

সবার ভ্রুণাবস্থা থেকে আমৃত্যু,

প্রকৃতি শেখায় উদারতা ভালোবাসা

সহনশীলতা প্রাণরক্ষার হেতু।

পলে পলে এত প্রাপ্তি নিশিদিন

তবুও এখনও অনেক শেখা বাকি,

যতক্ষণ প্রাণ শিখতে হবে রোজ

সবার কাছেই আমি কৃতজ্ঞ থাকি।

তুমিও শিক্ষক যাঁরা আপনার জন

উপস্থিতিতে জীবন ঋদ্ধ করো,

ভাব বিনিময়ে কত যে দিয়েছো রোজ

শ্রদ্ধাঞ্জলি তুমিও গ্ৰহণ করো।

∼∼∼∼∼∼∼∼∼

কবি পরিচিতি

বিজয়া মিশ্র পাহাড়ীর জন্ম পূর্ব মেদিনীপুর জেলার উত্তর কোটবাড় গ্ৰামে।পিতা স্বর্গীয় মুক্তিপদ পাহাড়ী ,মাতা স্বর্গীয়া মাধবীলতা পাহাড়ী।প্রকৃতির শ্যামলিমায় গ্ৰাম্য পরিবেশের মুক্ত হাওয়ায় আশৈশব লালিত। নিত্য দারিদ্র, আশেপাশের কিছু মানুষের প্রাত্যহিক বিরূপ মনোভাব,কোনঠাসা করার প্রয়াস মিথ্যে করে বড় হয়ে ওঠা।একমুঠো ভাত জোগাড়ে আশৈশব লড়াই চিন্তা চেতনাকে পুষ্ট করেছে। বর্তমানে কলকাতাবাসী ।যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষায় স্নাতকোত্তর। লেখালেখি,আবৃত্তি,বক্তৃতা, সঞ্চালনা,লেখালেখির সূত্রপাত বিদ্যালয় জীবন থেকেই,শিক্ষিকাগণের উৎসাহে।চরম দারিদ্রের মধ্যেও সব বাধা টপকে যাওয়ার অদম্য স্পৃহা আশৈশব পায়ের তলায় মাটি খুঁজে নিতে সাহায্য করেছে। বাংলা ভাষা ছড়াও চিকিৎসা বিষয়ক একটি শাখায় স্নাতক হিসেবে শিক্ষা সম্পূর্ণ ক’রে দীর্ঘদিন চিকিৎসা বিষয়ক শিক্ষকতা,পরে স্কুল শিক্ষায় যোগদান -সব মিলিয়ে বৈচিত্র্যময় পথচলা ভাবনার রসদ যুগিয়েছে,যুগিয়ে চলেছে।প্রাত্যহিক জীবনযাত্রাই কবির কবিতা,গল্প ও অন্যন্য লেখার উপজীব্য। নমস্কার, ধন্যবাদ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*