
কবে হাসবে সবাই ?
-মীর সেকান্দার আলী খোকা
∞∞∞∞∞∞∞∞∞
এই শহরটা ভুতড়ে শহর ছিল না
পাখির কোলাহলে প্রভাতে সূর্য জাগত।
প্রজাপতি নেচে ফিরিত সূর্যের সোনালী আলোই,
ভরা নদীতে ঝাঁক বেঁধে মাছদের দল
আলপনা আঁকতো।
চার্চে ঘন্টা ধ্বণি, সন্ধ্যায় শঙ্খ সুর,
প্রভাতে মধুর আযান অলস ভাঙতো মানুষের।
শহরটা ভুতড়ে শহর ছিল না,
একটা পুকুর ছিল, অবাধ সাঁতার ছিল,
মাঠে কোলাহল ছিল ভেদ ভুলে ধর্মের।
গাঁও ঘেঁষা একটা নদী ছিল, মোহনা ছিল,
এক পাশে শ্মশান অন্যপাশে পবিত্র কবরস্থান।
নতুন নতুন রাস্তা হয়েছে এই শহরে,
অচেনাদের ভিড়, টিকটিকির রোষানলে
প্রজাপতি হারিয়েছে ডানা।
সত্যি এখানে সন্ধ্যা চিনতে কষ্ট হয়
প্রভাতের লাল সূর্যটার হাসি দেখতে ইচ্ছে হয় না আর,
হাজার নকলে সূর্য চেনা দায়।
নদীতে চর জেগেছে,পানিরা চলে গেছে নিচে,
স্রোতে নেই পলি নেই,
হারিয়ে যাওয়া আলপনা আঁকি আর মুছি।
এই শহরে কবে ফিরবে মানুষ! ভুতড়ে কাটবে,
সূর্য উঠবে, সাঁতার হবে, সুর বাজবে,
ভেজা চোখে সুখের হাসি কবে হাসবে সবাই ?
∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি
কবি মীর সেকান্দার আলী খোকা, জন্ম: -১৫ জুন, ১৯ ৬৬ ইং বিভাগীয় শহর রাজশাহী। পিতা মৃত: মীর মোক্তার আলী, মাতা মৃত: লতিফা খাতুন। শৈশবের অনেকটা সময় রাজশাহী অঞ্চলেই কেটেছে, স্থায়ী নিবাস ১ ওয়ার্ড, মাদ্রাসা পাড়া, পৌরসভা, জেলা সদর ঠাকুরগাঁও। ছোটবেলা থেকেই লেখালেখিতে অভ্যস্ত, বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় লেখা প্রকাশিত হয়েছে, বর্তমানে কবিতার পাতা সহ বেশকটি অনলাইনে সাহিত্য পত্রিকায় লিখালিখি করছেন। প্রথম একক কাব্যগ্রন্থ আলো ছায়া ২০২৫ সালে বাংলা একাডেমি ঢাকা বইমেলায় প্রকাশিত হয়, আরো দুটি একক কাব্যগ্রন্থের কাজ চলছে,যদি মহান আল্লাহ সুযোগ করে দেন তাহলে ২০২৬ বই মেলাতে উক্ত দুটি গ্রন্থ থাকবে ইনশাআল্লাহ, আমিন।