মুক্তিকামিনী

-সিরাজুল ইসলাম মোল্লা

⇔⇔⇔⇔⇔⇔⇔

হে মুক্তি কামিনী চির বন্দিনী,

মুক্তির শপথে কণ্ঠে তুলি মুক্তসুর

এসো মুক্তির পথে।

বিজয়িনী দামিনী সহচারিণী,

লক্ষ্যার্জনে যেতে হবে আরও দূর

কাঁটা বিছানো পথে।

জাগো জাগো নির্যাতিতা জাগো,

জাগো ঘুমন্ত জাগো, ঘুরাও ভাগ্য চাকা,

মিথ্যুক তাড়াও বেইমান ভাগাও।

আর কত প্রহসন আর কত ধর্ষণ,

আর কত না দেখা বিবেক ঘুমিয়ে রাখা,

এখনি সময় যে সম্মুখে আগাও।

এ আঁধার রাতে সে মশাল হাতে,

জয়গানে আন্দোলনে শ্লোগানে

দাঁড়াও মুক্তির মিছিলে।

ও বিশ্ব লাঞ্ছিতা ও নিঃস্ব বঞ্চিতা,

গুচ্ছ স্বপ্ন শুভ্র প্রেমের আহ্বানে

এসো আলোর মিছিলে।

নতুনত্ত্বের স্রোতে এসো রাজপথে

তব স্বাধিকার স্বাধীনতা রক্ষার্থে,

সমাধিকার জাতীয় করণে।

মিথ্যার মায়াজাল বাঁধার দেয়াল

ভাঙার দীপ্ত চেতনা আত্মরক্ষার্থে,

এসো স্বপ্নপূরণে জাগরণে।

বলো বীরাঙ্গনা- আর নয় প্রবঞ্চনা,

সত্য প্রকাশে আত্ম বিকাশে

দাঁড়াও পাশাপাশি।

সঞ্চারিনী সংস্কারিনী দুর্গতিনাশিনী,

জ্বলকে পলকে মিথ্যা নাশে

হাসো জয়ের হাসি।

⇔⇔⇔⇔⇔⇔⇔

কবি পরিচিতি- 

ঠিকানাঃ জোড়ার দেউল, সুখবাসপুর, রামপাল, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ, ঢাকা, বাংলাদেশ।

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*