
ডুব
-রীনা
∼∼∼∼∼∼∼
বে হিসেবি
এই জীবনে
হিসেবটা বড় দেরিতে বুঝলাম
শূন্য এই খাতাটা
সীমাহীন শূন্যতায় ,
ডুবিয়ে দিলাম।।
খানিকক্ষণ,,,
নীরবতায় না হয়ে গেলাম ডুবে,
আমার ভিতরের
এই আমি কে চিনলাম তবে।
∼∼∼∼∼∼∼
কবি পরিচিতি,,,,
নাম,, রীনা । পিতার নাম,,,মৃত ,হাজী মোহাম্মদ ইসমাইল। জন্ম,, পুরান ঢাকার উর্দু রোডে। পহেলা রমজান। গল্প ,উপন্যাস, কবিতা সব ক্ষেত্রেই লিখার অভ্যাস আছে। বিভিন্ন জাতীয় দৈনিকের বিশেষ পাতার লেখার মাধ্যমে সাহিত্যিক জীবনের সূচনা হয়। এছাড়া লিটলম্যাগ ও ছোট সাহিত্য পত্রিকায়বিভিন্ন সময় লেখা প্রকাশিত হয়েছিল। বর্তমানে ব্যস্ততার জন্য আগের মতো লেখা হয়ে ওঠেনা ।কবিতার পাতার জন্যই সময় করে লিখবার চেষ্টা করি। পাঠকের প্রতিক্রিয়ায় লেখার অনুপ্রেরণা বাড়িয়ে দেয় দ্বিগুণ । কমেন্টে প্রতিক্রিয়া চাই। ভালো থাকুন সুস্থ থাকুন কবিতার পাতায় সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।