
জামাই পাশে থাক
-শ্রী স্বপন কুমার দাস
∞∞∞∞∞∞∞∞
আসিস না মা এবছর আর
জামাই পাশে থাক,
মর্ত্য এখন নয় রে ভালো
বাজছে কালো ঢাক।
অভয়া নির্ভয়া কাঁদছে সবাই
বিবেক আদর্শ নির্বাক,
মানবিকতার পিঞ্জর ভাঙা
মনুষ্যত্ব তেতো মৌচাক।
শরৎ শিউলি কলিতে ঝরে
শুঁয়াপোকর উৎপাত,
কাশ সকল বিবর্ণ রূপে
কাদা স্রোতে উৎখাত।
যদিবা মেঘে মাঝে মাঝে
ছুটে তুলোর ভেলা,
কখনো কখনো ঝলকে ওঠে
মেঘের জমিন নীলা।
হঠাৎ করে ঢেকে আসে
কালো আঁধার মেঘ,
বর্ষারানী তাতা থৈ থৈ তালে
বাড়ায় তাহার বেগ।
আসিস না মা এবছর আর
জামাই পাশে থাক,
লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক
তোদের কাছেই রাখ।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
কবি শ্রী স্বপন কুমার দাস
পিতামাতা- স্বর্গীয় সন্তোষ কুমার দাস/কল্যাণী দেবী
জন্মস্থান- গোপীবল্লভপুর/ঝাড়গ্রাম/পশ্চিমবঙ্গ/ভারতবর্ষ
জন্ম- ১৯৬৩ সাল ১৬ এপ্রিল