
জীবনের স্বপ্নগুলো
-কাজী সেলিনা মমতাজ শেলী
∞∞∞∞∞∞∞∞∞∞
জীবনের স্বপ্নগুলো রয়ে যায় ওই দুটি চোখের পাতায়, জীবনের গল্পগুলো রয়ে যায়,
গহীন ওই মনের খাতায়।
নিস্তব্ধ নির্বাক, রৌদ্র বৈশাখ রয়ে যায় যেন মহাশূন্যতায়,
শূন্য নদী অবাক দৃষ্টি যেন রয়ে যায় মনের মহা বেদনায়।
জীবনের স্বপ্নগুলো
জীবনের স্বপ্ন তারা, ঢেকে আছে বেদনার শরৎ মেঘে,
হিল্লোলে কুসুম কলি রয়ে যায় মনের তরঙ্গে আবেগে।
দীপ্তোজ্জ্বল সেই আপন মহিমা সমুদ্র মেঘলা আনন্দ,
বিশ্বব্যাপী, তুমি নব স্রোতে ভেসে এসো হাজার ছন্দ।
জীবনের স্বপ্নগুলো
জীবনের স্বপ্ন গভীর রজনীতে চুপে চুপে হাতছানি দেয়,
সমস্ত ভুবন জুড়ে, এ মহা ব্যাকুলতা দুহাতে তুলে নেয়।
ভোরের রৌদ্র ভালোবাসা যেন তার বিচিত্র এক রূপ,
নিদ্রা রূপে এই ভুবন জুড়ে আছে, দৃশ্য নব অপরূপ।
জীবনের স্বপ্নগুলো
আবেগে উল্লাসে, কখনো চলে না জীবনের স্বপ্নগুলো,
সুন্দর বসুন্ধরা তুমি যেন শরৎ মেঘের সাদা ওই তুলো।
∞∞∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি-
নাম: কাজী সেলিনা মমতাজ শেলী
গ্রাম +পোস্ট: কপিল মুনি বাজার
থানা: পাইকগাছা
জেলা: খুলনা বাংলাদেশ