
সবাই এক ঘরে
-আবুল হাসমত আলী
∞∞∞∞∞∞∞∞
অতীত স্মৃতি ভোলা যায় না ফিরে ফিরে আসে,
ছেলে থেকে ছোকরা বুড়ো স্মৃতি ভালবাসে।
স্মৃতির উপর ভরসা করে কত কী সে ভাবে,
ভাবতে ভাবতে অনেক সময় পার যে হয়ে যাবে।
এমনি একটা স্মৃতি পেলাম হঠাৎ আমি খুঁজে,
বন্ধুর সাথে ক্যানেল পাড়ে গেলাম ভীষণ মজে।
মাঠে-ঘাটে সবুজ ভরা ফসল আর আগাছা,
মাথার উপর নীল নীলিমা উড়ে যায় বিহঙ্গেরা।
সেইসব চেনা জায়গা আঁখি মেলে দেখি,
চেনা রাস্তা চেনা ভূমি চেনা কত পাখি।
কিন্তু সেথা ভরে গেছে কত অচেনা মুখ,
ঘুরেফিরে দেখি তাদের মনে নেই কোন সুখ।
আজকের সমাজ সম্পদশালী কেবল তার সম্পদে,
মানুষের নেই মূল্য সেথা সবাই আছে বিপদে।
সবাই বড় একা হয়ে পথে-ঘাটে ঘোরে,
বাক্যালাপে সময় নষ্ট তাই সবাই এক ঘরে।
∞∞∞∞∞∞∞∞
কবি পরিচিতি:
আমি, আবুল হাসমত আলী, পিতা- সেখ আতর আলী, মাতা- ইন্নান্নেসা বিবি, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলায় বাস করি। আমার গ্রামের নাম ‘এরুয়ার’ যেটা ভাতার থানার অন্তর্গত। আমি ১৯৭৪ সালের ৩রা ফেব্রুয়ারি জন্মগ্রহণ করি। আমি প্রকৃতি ভালোবাসি, ভালোবাসি পৃথিবীর মানুষকে ও জীবজগতকে। আমার কাছে ধর্ম মানে মানবিকতা। তাই মানুষের মর্যাদা হানি আমাকে সর্বদা পীড়া দেয়। পৃথিবীর সকল মানুষের সুষ্ঠ শান্তিপূর্ণ জীবনের আমি কামনা করি।