ফিরে আসা

-শান্তি দাস

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

দিনের শেষে সন্ধ্যায় পাখিরা নিজ ঘরে ফিরে যায়,

আমিও এসেছি ফিরে মাগো গৃহে তোমার স্নেহ ছায়ায়।

আবার এসেছি ফিরে আমার মাতৃভূমির টানে,

রক্তিম আকাশে পাখিরা আজ কথা বলে কানে কানে।

আমার ফিরে আসা হলো উদীয়মান সূর্যের দেশে,

মেঘলা আকাশে ডানা মেলে শতশত শঙ্খচিল ভেসে।

আবার এসেছি ফিরে যেখানে শুভ্র মেঘ ঘুরে বেড়ায়,

আমার মাতৃভূমির ভেজা মাটির সোঁদা গন্ধ ছড়ায় সেথায় ।

আমার দেশ সৌন্দর্যে ভরা পড়ন্ত বেলায় ছবি আঁকে প্রাণে,

এ যে মাতৃভূমির টান দুনির্বার আকর্ষণ মায়ের টানে।

ভেবেছিলাম আছে সুখ বলে কিছু অন্য কোন খানে,

তাই তো বেড়িয়ে পড়েছিলাম কোন অজানা টানে।

পথের নিশানা বলছে ওরে মিছে ঘুরছিস এদেশ ওদেশে,

তোর আনন্দের নীড় বাঁধা ছিল জীবন যেখানে আছে মিশে।

তাই তো ফিরেছি নিজ ভিটায় এলাম আমি ফিরে,

আমার এই ছোট্ট গ্রামটি যে আছে আমার হৃদয় জুড়ে।

≈≈≈≈≈≈≈≈≈≈≈≈

কবি পরিচিতি-

ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা ।উত্তর পূর্বাঞ্চলের খুব ছোট একটা রাজ্য ।ত্রিপুরার তিনদিকেই বাংলাদেশের ঠিকানা ।রাজধানী থেকে কিছুটা দূরে দূর্জয় নগরে আমার জন্ম ।ছোটবেলা আমি খেলাধুলা করতাম।গ্রামের প্রাইমারী স্কুলে শিক্ষা শুরু ।ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে।স্নাতক ও স্নাতকোত্তর মহারাজা বীরবিক্রম কলেজে।এরপর কোলকাতা নদীয়ার কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা বিজ্ঞানে মাস্টার্স ডিগ্রী অর্জন করি। ১৯৯৬ সালে শিক্ষা দপ্তরে পোস্ট গ্র্যাজুয়েট পদে শিক্ষকতা শুরু

Leave a comment.

Your email address will not be published. Required fields are marked*